গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার সভাকক্ষে সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে পৌরসভার মেয়র মজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান মেহেদীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহানাজ বেগম, পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন, পৌরসভার কাউন্সিলর আব্দুল কুদ্দুস খাঁন, পৌরসভার কাউন্সিলর মাছুম আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ