নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার দাবিতে একটি কমিউনিটি সেন্টারে হামলার ঘটনা ঘটেছে। এতে কমিউনিটির এমডিসহ তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ওই কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন-কমিউনিটি সেন্টারের মালিক মো. মিজানুর রহমান মানিক (৪২), ম্যানেজার মো. ফখরুল ইসলাম (৪০) ও জাকির হোসেন (৪৫)।
চৌমুহনী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জিয়া উদ্দিন রুবেল ও আহত ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, চৌমুহনী পৌরসভার কয়েকজন কমিউনিটি সেন্টারের এমডি মানিকের কাছে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার রাত পোনে ৯টায় পুনরায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে চাঁদার জন্য আসে। তবে চাঁদা দিতে অস্বীকার করায় কয়েকজন কমিউনিটি অফিস রুমে ঢুকে মালিকসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে ও ভাঙচুর চালায়।
বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীকে থানায় মামলা করতে বলা হয়েছে। কিন্তু তারা এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই