নাটোরে ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২৮ ফেব্রুয়ারি নাটোরের বনপাড়া এলাকা থেকে একটি মোটসাইকেল চুরি হয়। সেই মামলায় তদন্তে পুলিশের চারটি টিম মাঠে নেমে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সন্ধ্যান পায়। পরে গত ৬ মার্চ নাটোরের গুরুদাসপুর থেকে একটি চোরাই মোটর সাইকেলসহ চক্রের সক্রিয় সদস্য আল আমিন হিরাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে, একই জেলার সিংড়া থেকে নির্মল সরকার এবং পাবনার চাটমোহর এলাকা থেকে সাখাওয়াত হোসেনকে আরও দুটি চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্য মতে, ৬ দিনের অভিযানে বিভিন্ন স্থান থেকে আরও ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর চক্রের সদস্যরা স্বীকার করেছে, বিভিন্ন কৌশলে সংঘবদ্ধ হয়ে তারা মোটরসাইকেল চুরি করে কম মূল্যে বিক্রি করতো। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।