মুজিব শতবর্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক শামীম আহম্মেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খানসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে শহরের কাঁন্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। জেলার অন্যান্য উপজেলাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই