বগুড়ার সারিয়াকান্দিতে আন্তা আকন্দ (৬২) নামে একজন কৃষক আত্মহত্যা করেছেন। সে উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী নয়াপাড়ার মৃত কালু আকন্দের ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত রবিবার বিকাল সাড়ে পাঁচটায় আন্তা আকন্দ গ্যাস ট্যাবলেট জাতীয় কীটনাশক খায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে সরাসরি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটায় তার মৃত্যু হয়। তাকে সোমবার বিকালে তার নিজ বাসভবনে দাফন করা হয়েছে।
আন্তা আকন্দের পরিবারের মধ্যে কলহ ছিল। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, যেহেতু তিনি বগুড়ায় মারা গেছেন তাই এ বিষয়ে বগুড়া সদর থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম