ঢাকার ধামরাইয় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় নিহতের স্বজন ও প্রতিবেশীরা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।সোমবার দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার। নিহতের স্বামী মো. তামিম গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের আ: বারেকের ছেলে।
এ ঘটনায় গাঙ্গুটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার সাহিনুর ইসলাম বলেন, তামিম নামের ওই ছেলেটা মাদকাসক্ত। সোমবার বেলা ১২টার দিকে সে তার স্ত্রী ফাতেমা ও ছয় মাসের সন্তানকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে। দুপুরে নিজ বাড়ির কক্ষের দরজা আটকে তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে। নিজের ছয় মাসের শিশু বাচ্চাটার সামনেই তার মাকে হত্যা করছে তামিম। পালানোর সময় তামিমের স্বজন ও প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন, স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যার খবরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক স্বামী তামিমকে আটক করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলাও দায়ের হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম