ফেনীতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার দিবসের শুরুতে সকাল ১০টায় শহরের জেল রোডস্থ বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, ফেনী জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, ফেনী পৌর আওয়ামী লীগ, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন।
পুষ্পমাল্য অর্পণ শেষে ফেনী জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই