বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল হাকিম হাওলাদার (৬৫) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের নব্বইরশি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। ৯ সন্তানের পিতা আব্দুল হাকিম পূর্ব সরালিয়া গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি যাত্রীবাহি প্লাটিনা মোটরসাইকেল পিছন থেকে পথচারি হাকিমকে ধাক্কা দিলে সে রাস্তার ওপর পড়ে যায়। মোটরসাইকেল চালক দুইজন যাত্রীসহ রাস্তার বাইরে পড়ে যান। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় শ্রমিক হাকিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানার এসআই শুভঙ্কর বলেন, এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ কারেনি। তবে খবর পেয়ে মোটরসাইকেলটি থানা হেফাজতে নিয়ে রাখা হয়েছে। চালক পলাতক রয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ