স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাস্তবায়িত যত্ন প্রকল্পের (আইএসপিপি) মেয়াদ শেষে কর্মহীন হয়ে পড়া পাঁচ শতাধিক কর্মীকে নতুন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদ মিলনাতনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. কামাল হোসেনের হাতে ওই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যত্ন প্রকল্পের জলঢাকা উপজেলার সুপারভাইজার সফিকুল ইসলাম, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুপারভাইজার এমদাদ হোসেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সুপারভাইজার সৈয়দ সামস, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার কর্মসূচি সহকারী নির্মল রায় প্রমুখ।
এর আগে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়তি আইএসপিপি যত্ন প্রকল্পের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রকল্পের পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. কামাল হোসেন।
জলঢাকা উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় বক্তৃতা দেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবুল ইসলাম ভ‚ইয়া, নীলফামারী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, যত্ন প্রকল্পের কনসালটেণ্ট মজিবর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ