সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় আনিছুর রহমান ১৯) নামের এক স্কুল ছাত্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন এদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আনিছুর উল্লাপাড়ার চয়ড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং উপজেলার চান্ডালগাঁতী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
উল্লাপাড়া মহিলা মাদ্রাসার সুপার মোঃ ছোরমান আলী জানান, তার মাদ্রাসার এক ছাত্রীকে কয়েকদিন ধরে যাবত আনিছুর রহমান রাস্তায় এবং মাদ্রাসার আশেপাশে নানা ভাবে উত্যক্ত করত। বুধবার বিকেলে স্থানীয় লোকজন আনিছুর রহমানকে আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে পুলিশসহ উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন ঘটনা স্থলে পৌছে ভ্রাম্যমান আদালতে আনিছুরকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম