বগুড়া সারিয়াকান্দি উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম দুখুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুন্জুরুল হক মুন্জু।
উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আজিজুল হক টেপার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আশাদুজ্জামান বিপ্লব, প্রাণি বিষয়ক সম্পাদক শামছউদ্দিন আল আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, সহ সভাপতি মাকছুদুল হাসান রুহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌরমেয়র মতিউর রহমান মতি প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম