নীলফামারী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বুধবার বিকেল ৪টার দিকে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার, নীলফামারী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মাহবুবর রহমান ভূঁইয়া, সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামার আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি এস এম শফিকুল আলম। স্বাগত বক্তৃতা দেন নীলফামারী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শায়লা পারভীন।
বিডি প্রতিদিন/এএম