নরসিংদীর রায়পুরায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের আড়িয়াল খাঁ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয় একজন আড়িয়াল খাঁ নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে ভাসমান লাশটি দেখতে পায়। পরে সে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে রায়পুরা থানার এসআই আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এতে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়াও লোকটির পরিচয় জানতে চেষ্টা অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/আবু জাফর