টাঙ্গাইলের সখীপুরে সড়কের মধ্যে গভীর নলকূপের ড্রেন ভেঙে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। উপজেলার আড়াই পাড়া টু বানিয়ারছিট সড়কে প্রায় দুই মাস ধরে এ দুর্ভোগের সৃষ্টি। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানায় এলাকাবাসী।
সরজমিনে দেখা যায়, কচুয়া আড়াইপাড়া দিয়ে বানিয়ারছিট হয়ে ময়মনসিংহ যাওয়ার একমাত্র এই সড়কের শওকত আলীর বাড়ির সামনে সড়কের মধ্যে গভীর নলকূপের ড্রেন ভেঙে গেছে। এতে সড়কের পাশ ভেঙে যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পোল্ট্রি ফার্মের খাদ্যের গাড়ি, ডিমের গাড়ি, লেবু, কলা ও সবজি নেয়ার ট্রাক-পিকআপ গুলো স্বাভাবিক যাতায়াতের ব্যাপক সমস্যা হচ্ছে বলে জানায় এলাকাবাসী।
স্থানীয় ফারুক খান বলেন, নিত্যপ্রয়োজনীয় যানবাহন ছাড়াও অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ির স্বাভাবিক চলাচল সম্ভব নয়। তাই দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
স্থানীয় ইউপি সদস্য আবুল হাশেম বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে শতশত সিএনজি, অটোরিকশা, ট্রাক ও পিক-আপ যাতায়াত করে। প্রায় দুই মাস ধরে ড্রেনের উপর থেকে কার্পেটিং ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাশের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল