মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্য মো. ফরহাদ হোসেনের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের মৃত দারুগালীর ছেলে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ফরহাদ গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। বৃহস্পতিবার ভোরে প্রতিবেশী মনিন্দ্র মন্ডলের বোরো খেতে ফরহাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর