শিল্প ও সংস্কৃতি বিকাশে অসামান্য অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জের চার গুণী শিল্পী ও এক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মাননাপ্রাপ্তদের উত্তরীয়, ১০ হাজার টাকার চেক, মেডেল ও সনদপত্র তুলে দেন। পরে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন- লোক সংস্কৃতিতে বিরেন্দ্র নাথ সরকার, কণ্ঠসঙ্গীতে মো. আলাউদ্দিন, নাট্যকলায় মো. ইউসুফ আলী, যন্ত্রশিল্পে (দোতারা) মো. তোহরুল ইসলাম ও সৃজনশীল সংস্কৃতিতে চাঁপাই গম্ভীরা।
বিডি প্রতিদিন/কালাম