ভোলায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর উদ্যোগে ক্লাইমেট স্ট্রইক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলার নাজিউর রহমান কলেজের সামনে ইলিশা সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক তরুণ অংশগ্রহণ করে।
পরে অংশগ্রহণকারীরা পদযাত্রা এবং পথ সভা করে। পথসভায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর ভোলা জেলা সমন্বয়কারী মো. শাফায়াত হোসেন সিয়াম এর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাকসুদুর রহমান। এ ছাড়া জলবায়ুর বিপর্যয় কী, কেন এবং প্রতিরোধে করনীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কামাল হোসেন শাহীন, সহকারী অধ্যাপক গৌতম চক্রবর্তী, জুন্নু রায়হান, প্রভাষক সুজনখান, রিয়াজ উদ্দিন প্রমূখ।
এসময় বক্তারা জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ দেশ সমূহকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে সবুজ জলবায়ু তহবিল থেকে অভিযোজন বাবদ প্রাপ্য অনুদান প্রদান এবং শিল্পোন্নত দেশগুলোকে দ্রুত বাস্তবায়ন যোগ্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার দাবি জানায়।
বিডি প্রতিদিন/হিমেল