মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নিরাপদ নৌপথের দাবিতে ও প্রতিনিয়ত লঞ্চ দুর্ঘটনার নামে অসংখ্য মানুষকে পরিকল্পিত হত্যার প্রতিবাদে গণস্বাক্ষর ও গণ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে নাগরিক সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, দিনের পর দিন নৌ-দুর্ঘটনার নামে মানুষ হত্যা হচ্ছে যার সুষ্ঠু বিচার হচ্ছে না। ফলে এই দুর্ঘটনা দিনে দিনে বেড়েই চলছে। আর আইনের ফাকফোকর দিয়ে দুর্ঘটনায় জড়িতরা বেড়িয়ে যাচ্ছে। এখন পুরো নদী জুড়ে কার্গো জাহাজের জটলা লেগেই থাকে এতে করে যাত্রীবাহী নৌযান চলাচলের সুযোগ থাকে না। তাই অনতিবিলম্বে নৌপথের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানা তারা।
নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক সুজন হায়দার জনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র এড. মুজিবুর রহমান, সংগঠনটির সদস্য সচিব সাত্তার মুন্সী, সরকারি হরগঙ্গা কলেজ শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মুন্সি সিরাজুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল