লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদরের চরশাহী ইউনিয়নের ছোট ভল্লবপুর গ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিবাদ জানানো হয়।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে আনসারী জানান, গত ইউপি নির্বাচনে তিনি মেম্বার প্রার্থী ছিলেন। এরপর থেকে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরশাহী ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে মানহানিকর বক্তব্য ও মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছেন। সম্প্রতি একটি সভায় তিনি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার করেন। এসময় অপপ্রচারের নিন্দা জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আনসারী।
এসময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা