খাগড়াছড়িতে কোভিড ১৯ এর টিকা প্রদানে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় সভা হয়েছে।
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি-সনাক আয়োজিত মতবিনিময় সভায় জেলার স্বাস্থ্য খাতের অংশীজনরা অংশগ্রহণ করেন।
খাগড়াছড়ি জেলায় কোভিড ১৯ এর টিকা ব্যবস্থাপনা নিয়ে টিআইবির পর্যাবেক্ষণের মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন।
সনাক খাগড়াছড়ির সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. নুপুর কান্তি চাকমা, সনাক টিআইবির স্বাস্থ্য কমিটির আহ্বায়ক সাংবাদিক মোঃ জহুরুল আলম, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, মহালছড়ি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. সঞ্জীব ত্রিপুরা, দিঘীনালা হাসপাতালের ডাক্তার নিউটন চাকমা, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, সনাকের সহ সভাপতি প্রফেসর মধুমঙ্গল চাকমা, সনাক সদস্য শেফালিকা ত্রিপুরা ও অংসু মারমা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবির কোঅর্ডিনেটর আব্দুর রহমান। মতবিনিময় সভায় চিকিৎসক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক ও এনজিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন