নীলফামারীতে এক কোটি ৪০ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে শুরু হয়েছে টেনিস কমপ্লেক্সের নির্মাণ কাজ। বৃহস্পতিবার দুপুরে শহরের উম্মুক্ত মঞ্চে টেনিস মাঠে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
২৫টি জেলা সদরে বিদ্যমান টেনিস অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করছে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি এসএম শফিকুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন মুন, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী মো. হেদায়েতুল হক মির্জা প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন মুন জানান, কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি টেনিস কোর্ট, এক তলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন, একটি সারফেস ড্রেন, প্রধান ফটক ও টেনিস কোর্টের চারদিকে গ্রিল ফেন্সিং।
জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী মো. হেদায়েতুল হক মির্জা জানান, চলতি বছরের জুন মাসের মধ্যে নির্মাণ কাজটি সম্পন্ন হবে।
বিডি প্রতিদিন/ফারজানা