টাঙ্গাইলের গোপালপুরে ফেরিওয়ালার কাছে মাদরাসা থেকে বিক্রয় করা বিপুল পরিমাণ বিনামূল্যের সরকারি পাঠ্যপুস্তক জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে নগদা শিমলা ইউনিয়নের চরচতিলা আলিম মাদরাসা থেকে বইগুলো ফেরিওয়ালা কিনে নেওয়ার সময় রাস্তায় স্থানীয় জনগণ বইগুলো জব্দ করে। পরে বস্তাবর্তী বইগুলো উদ্ধার করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।
স্থানীয়রা জানান, মাদরাসার অধ্যক্ষ চাহিদার তুলনায় বেশি পরিমাণ পাঠ্যপুস্তক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সংগ্রহ করেন। শিক্ষার্থীদের পরিমাণমত পাঠ্যপুস্তক বিতরণের পর অতিরিক্ত পাঠ্যবই ফেরত না দিয়ে স্টোররুমে জমা রাখেন। বুধবার সকালে বইগুলো বস্তাবন্দি করে ফেরিওয়ালার কাছে কেজি ধরে বিক্রি করে দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানাকে সঙ্গে নিয়ে বইগুলো জব্দ করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ শফিকুল ইসলাম মন্ডলকে ইউএনও’র কার্যালয়ে আনা হয়।
ফেরিওয়ালা আ. গণি মিয়া জানান, ওই মাদরাসার প্রভাষক আকাশ আলীর মাধ্যমে ১৭ টাকা কেজি ধরে ৫ হাজার ৯০০ টাকায় বইগুলো কিনেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বইগুলো জব্দ করা হয়েছে। যেহেতু এটা রাষ্ট্রীয় সম্পদ।
এদিকে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, আমার কাছে অভিযোগ এসেছে। প্রভাষক আকাশের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা