চুয়াডাঙ্গা পৌর এলাকার বাস টার্মিনাল এলাকা থেকে ২০০ লিটার চোলাই মদসহ শ্রী লিটন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক লিটন পৌর এলাকার পুরাতন হাসপাতালপাড়ার মৃত মহাদেবের ছেলে।
র্যাব-৬’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকা অভিযান চালায় র্যাব-৬ একটি দল। এসময় সন্দেহজনক গতিবিধির কারণে শ্রী লিটন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ২০০ লিটার দেশীয় মদ বোঝাই ২০টি প্লাস্টিক কন্টেইনার জব্দ করা হয়।
র্যাব জানান, জব্দ করা মদসহ আটক লিটনকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একই থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ