মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচির মতো আন্দোলনের মুখে ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের রাসেলের বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে।
বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ১০ টায় খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে স্বাস্থ্য বিভাগের কর্মচারি ও স্থানীয়রা।
বক্তারা বলেন, ‘স্থানীয় একটি ক্লিনিক ব্যবসায়ীর নানা অপপ্রচারে ক্ষুব্ধ হয়ে নিজেই আবেদন করে বদলি হন ডাক্তার রাসেল।’
জেলা প্রশাসক জোহর আলীর আশ্বাসে ২ ঘণ্টা পর এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এর পরেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে বদলি আদেশ প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে আবুল খায়ের রাসেল বলেন, ‘আমার নিজের আবেদনের কারণে পিরোজপুরের কাউখালীতে বদলি আদেশ হয়েছিল। স্থানীয় বাসিন্ধাদের আবেদনের ভিত্তিতে ডিজি অফিস থেকে বদলি আদেশ বাতিলের কথা জানিয়েছেন স্বাস্থ্য অদিধপ্তরের সহকারী প্রশাসক (প্রশাসন) ডা. রওশন আরা আলম।’
বিডি প্রতিদিন/নাজমুল