কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের ঘোদা ব্রিজ এলাকায় বিজিবি ও মাদক কাবরবারির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর বিজিবি ঘটনাস্থল থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।
বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে বিজিবির একটি সূত্র জানিয়েছে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি টহল দল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৯ নম্বর পিলার থেকে প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে রাজাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের ঘোদা ব্রিজ নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়।
এ সময় কতিপয় ইয়াবা পাচারকারীকে সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশে আসতে দেখে বিজিবির টহলদল। তাদেরকে চ্যালেঞ্জ করলে মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল