প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপলক্ষে ফরিদপুরের ভূমি ও গৃহহীনদের প্রদান করা হচ্ছে জমিসহ বাড়ি। আগামী ২৬ এপ্রিল ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। আজ রবিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়েছে।
এসময় জেলা প্রশাসক অতুল সরকার, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. তাসলিমা আলী, অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, রেভিনিউ ডেপুটি কালেক্টর ইমাম আল রাজী, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্দার মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ