ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভারের উপর থেকে সোহেল রানা (৩৫) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভান্ডারীকান্দি গ্রামের আঃ রাজ্জাকের পুত্র।
গত মঙ্গলবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ এ লাশটি উদ্ধার করে। এর আগের দিন সোমবার (৯ মে) একই ফ্লাইওভারে নিচ থেকে অজ্ঞাত পুরুষ (২৫) এর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার রাতে স্থানীয়দের নিকট খবর পেয়ে বেওয়ারিশ হিসেবে লাশটি উদ্ধার করা হয়। বুধবার (১১ মে) তার পরিচয় পাওয়া যায়। ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় সোহেল রানা মারা গিয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ