ঘূর্ণিঝড় অশনির প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর রৌদ্রের দেখা মিলেছে। আজ বুধবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলেও হটাৎ করেই আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়। দুপুরের পর সূর্য উঠায় আকাশ পরিস্কার হয়। মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকলেও নদ-নদীর পানি স্বাভাবিক রয়েছে।
আজ ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় ‘অশনি’ আজ সকাল ছয়টায় পটুয়াখালীর পায়রা সুমুদ্র বন্দর থেকে ১১৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম/উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তাই পটুয়াখালীর পায়রাকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ