কিশোরগঞ্জের পুলেরঘাট বাজার এলাকা থেকে গাঁজা ও রডভর্তি ট্রাকসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল তাদের গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, পণ্যবাহী ট্রাকে করে একটি মাদকের চালান চট্টগ্রাম থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পুলেরঘাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরে রাত সাড়ে ১২টার দিকে একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে ট্রাকটি আটক করে তল্লাশি চালানো হয়।
এ সময় ট্রাকের ভেতরে ১৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৩ মেট্রিক টন রড, নগদ একহাজার ৪০০ টাকা ও দু’টি মোবাইল ফোনসহ দু’জনকে গ্রেফতার করে। তারা হলেন খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার বটামটিলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৩১) ও একই এলাকার বেলালের ছেলে মমিন মিয়া (১৯)।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার দু’জনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর