‘মুজিব শতবর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে এবার স্কুলভিত্তিক স্বাস্থ্য সেবায় আরও ১ হাজার ৯০০ শিক্ষার্থীকে যুক্ত করা হলো।
বৃহস্পতিবার (১২ মে) সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অ্যাপসভিত্তিক এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ কবির, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুনসহ প্রমুখ।
প্রসঙ্গত, ইতোপূর্বে লক্ষ্মীপুর জেলার সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে অ্যাপসভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক। শিক্ষার পাশাপাশি মানসিক ও শারীরিকভাবে বেড়ে উঠতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা আগামী তিন মাসের মধ্যে স্কুল হেলথ কার্ডের মাধ্যমে এ সেবা পাবেন বলে জানান জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/ফারজানা