কক্সবাজারের পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশার সাথে গাড়ির সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এসময় অপর ৪ যাত্রী আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা বুতিজা বেগম কুতুবদিয়া উপজেলার আলিআকবর ডেইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিরন পাড়া এলাকার বাসিন্দা ।
পেকুয়া থানা পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশার সাথে চট্টগ্রামমুখী একটি গাড়ির সংঘর্ষ হয়। এসময় আহত সিএনজি অটোরিকশা আরোহী যাত্রীদের পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুতিজাকে মৃত ঘোষণা করেন। অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা