রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই পর্যটক নিখোঁজ হয়। তাদের মধ্যে লোকেস বৈদ্য (১৯) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন অপূর্ব সাহা (১৮) নামে আরেক পর্যটক।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বেড়াতে আসেন লোকেস বৈদ্য ও অপূর্ব সাহাসহ ৬ বন্ধু। তারা কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতাঘাট মন্দির এলাকার ঘাটে কর্ণফুলী নদীতে সাতাঁর কাটতে নামেন। ৬ জনের মধ্যে ৪ জন ফিরে আসলেও পানির স্রোতে লোকেস বৈদ্য ও অপূর্ব তলিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাপ্তাই ফায়ার সার্ভিস ও শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌবাহিনীর ডুবুরি দল। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে লোকেস বৈদ্যের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ বাকিজনের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মৃত লোকেস বৈদ্য চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যর ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ পর্যটককে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল