পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরের শের-ই-বাংলা পার্ক চত্বরে ঢাকা বাংলাবান্ধা মহাসড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা ‘চা বাগান মালিক সমিতি’ ও পঞ্চগড় জেলা ‘চা চাষি অধিকার বাস্তবায়ন কমিটি’ যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন এলাকার চা চাষিরা অংশ নেন।
কর্মসূচিতে চাষিরা মহাসড়কে কাঁচা চা পাতা ফেলে দিয়ে দাম কমানোর প্রতিবাদ জানান।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরুসহ স্থানীয় চা চাষিরা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করে বলেন, কারখানা মালিকরা সিন্ডিকেট করে চা পাতার দাম কমিয়েছে। বর্তমানে খরচ তুলতে পারছেন না তারা। অবিলম্বে কাঁচা চা পাতার মূল্য বৃদ্ধি না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল