চাঁদপুরে বাংলাদেশ পানি আইন-২০১৩ এবং বাংলাদেশ পানি বিধিমালা-২০১৮ বাস্তবায়নে চাঁদপুরে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব যানি করের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
সভায় পানির অধিকার ও ব্যবহার, পানির ব্যবহার নিয়ন্ত্রণ এবং পানি সম্পদের সুরক্ষা ও সংরক্ষণ, জাতীয় পানি সম্পদ পরিকল্পনা, জাতীয় পানি নীতি প্রণয়ন, জলস্রোতের স্বাভাবিক প্রবাহ ও ব্যবস্থাপনা, জলাধার সংরক্ষণ ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।
অনলাইনে যুক্ত হয়ে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার প্রকাশ কান্তি চৌধুরী, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দেলওয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) পরিচালক আবুল কালাম আজাদ, পানি আইন ও বিধিমালা উপস্থাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত জামিল ও মামুন হাওলাদার।
বিডি প্রতিদিন/ফারজানা