কুড়িগ্রামের রাজীবপুরে এক বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে ১০ হাজার ১৫০ টাকা, ৪টি মোটরসাইকেল, ১০টি মুঠোফোন, ১টি পাসপোর্ট বই এবং দু’টি রামদা জব্দ করা হয়। বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী গ্রামে মজনু মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
এসময় বালিয়ামারী চরপাড়া গ্রামের এক কারবারি কৌশলে পালিয়ে যায়। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিয়ামারী গ্রামের মজনু মিয়ার বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ৩৮ বোতল ভারতীয় অফিসার চয়েস (মদ), ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মজনু মিয়া (২৭), বকুল মিয়া (২৫) ও এরশাদ আলীকে (৩৫) আটক করা হয়। এ ঘটনার সত্যতা স্বীকার করে রাজীবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ