রাঙামাটিতে নানা আয়োজনে পালিত হয়েছে নার্সেস দিবস। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতাল চত্বর থেকে স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার রাঙামাটি জেনারেল হাসপাতাল চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধূরী।
রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খিষার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) সভাপতি শুভ্রা রানী বড়য়া ও সাধারণ সম্পাদক মিটু তালুকদার। এর আগে কেক কেটে নার্সেস দিবসের সূচনা করেন রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধূরী।
বিডি প্রতিদিন/এমআই