কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকা থেকে একহাজার পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম রিপন খান (৫১) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি পুলেরঘাট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একহাজার পিস ইয়াবা, নগদ একহাজার ৮০০ টাকা ও দুটি মোবাইল ফোনসেটসহ জহিরুল ইসলাম রিপন খানকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জলিলপুর গ্রামের মৃত ডা. ছিদ্দিকুর রহমানের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএ