নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্য হয়েছে। তার ইয়াছিন মিয়া (২৫)। তিনি উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার সকালে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের কালাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের স্বজনরা জানান, ইয়াছিন স্থানীয় একটি আবাসন কোম্পানির মেসে বাবুর্চির চাকরি করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তার কর্মস্থলে যাওয়ার পথে কালাদী এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান তার বাইসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক কাভার্ডভ্যান ও চালক আল-আমিনকে আটক করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।
বিডি প্রতিদিন/কালাম