চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জেলা শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শোভাযাত্রা সহকারে মুজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান প্রমুখ।
অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শেখ হাসিনার বর্ণাঢ্য কর্মময় জীবন তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি আব্দুল আওয়াল গনি জোহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম ফায়জার রহমান কনকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন, যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. শরিফুল ইসলাম। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল