ফরিদপুরে নানা কর্মসূচির ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
সকাল ১০টায় থানা রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
বেলা ১১টায় আলীপুরস্থ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শামীম হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম, মাইনুদ্দিন আহমেদ মানু, কে এম সেলিম, মাসুদল হক, আবুল ফয়েজ শাহনেওয়াজ, সাইফুল ইসলাম নিলু, অনিমেষ রায়, আবু নাঈম, সৈয়দ সোহেল রেজা বিপ্লব, মোমিতুল হাসান বিভুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত আলী জাহিদ, শ্রমিক লীগ নেতা গোলাম মো. নাছির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম তালুকদার, ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান।
আলোচনা শেষে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। বাদ জোহর শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসকল অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন