ফরিদপুরের বোয়ালমারীতে বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে। উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মিলগেট এলাকার ময়েনদিয়া- ফরিদপুর সড়কের পাশে পাটখেত থেকে মঙ্গলবার সকালে বস্তাবন্দী অর্ধগলিত মাথা বিচ্ছিন্ন নারীর লাশটি উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ।
পুলিশ জানায়, ফসলি মাঠের পানি কাদায় লাশটি বস্তাবন্দী অবস্থায় পড়ে ছিলো, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাট খেতের ভেতর পাওয়া গেছে। স্থানীয়রা কাজ করতে গিয়ে মৃতদেহটি দেখতে পায়। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি। কয়েকদিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মৃতদেহটি অর্ধগলিত, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। ফরিদপুর থেকে সিআইডি টিম এসেছে, তারাও কাজ করছে। এছাড়াও পিআইবির সহযোগিতা চাওয়া হয়েছে, অল্প সময়ের ভেতর তারাও পৌঁছাবে। ময়নাতদন্ত হলে তারপরই মৃত্যুর কারণ বলা যাবে। প্রাথমিক আলামত সংগ্রহের কাজ চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা