রাজধানী ঢাকার অদূরে ধামরাইয়ের আমতা ইউনিয়নে বড় নারায়ণপুর গ্রামে পুকুরে এক কলেজছাত্রের লাশ ভাসতে দেখা গেছে। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এদিকে পৃথক ঘটনায় শৈলান গ্রামে জমিলা খাতুন নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, ধামরাইয়ের বড় নারায়ণপুর গ্রামের বদির উদ্দিনের কলেজপড়ুয়া ছেলে বুধবার রাতে নিঁখোজ হন। সকালে পাশের পুকুরে তার মহদেহ দেখতে পান এলাকাবাসী। তার শরীরে আঘাতের চিহ্ন আছে বলে জানা গেছে।
অন্যদিকে, শৈলান গ্রামের ইউনুছ মোল্লার স্ত্রী জমিলা খাতুনের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন আছে বলে জানান এলাকাবাসী।
ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান, পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল।
বিডি প্রতিদিন/কালাম