১৯ মে, ২০২২ ১২:৫৭

সোনাতলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সোনাতলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

সোনাতলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

বৃহস্পতিবার সকালে সোনাতলা উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, পৌর কাউন্সিলর মশিউর রহমান রানা, সোনাতলা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, বালুয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মণ্ডল, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পুটু ও হরিখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা। 

সোনাতলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এ মৌসুমে সোনাতলা উপজেলায় বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪২৪ মেট্রিক টন এবং চাল এক হাজার ৪০৫ মেট্রিক টন। সিদ্ধ চাল ৪০ টাকা কেজি দরে এবং ধান ২৭ টাকা কেজি দরে ক্রয় করা হবে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর