২১ মে, ২০২২ ১৪:৫১

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বরিশালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব -১৭) ২০২২ এর উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে।

শনিবার বেলা ১২টার দিকে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহম্মদ প্রমুখ।

বরিশালের ১০ উপজেলার ১০টি এবং সিটি করপোরেশন এলাকার একটিসহ মোট ১১টি বালক দল ও ১১টি বালিকা দল জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বালক বিভাগে মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা এবং বালিকা বিভাগে বরিশাল সদর উপজেলা ও উজিরপুর উপজেলার খেলোয়াড়রা পরস্পরকে মোকাবিলা করে। আগামী ২৬মে জেলা পর্যায়ের এই প্রতিযোগীতা শেষ হবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর