নরসিংদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা সিভিল সার্জনের উদ্যেগে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা ভিটামিন ‘এ’ প্লাসের গুরুত্ব তুলে ধরেন। আগামী ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত সারা জেলায় একযোগে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৪ দিন ব্যাপী ক্যাম্পেইনে জেলায় ৩ লক্ষ ৭৫ হাজার শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা সিভিল সার্জন ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় উপস্থিত ছিলেন ডা. সঞ্জয় সাহা, জেলা তথ্য অফিসার সাইফুল আলম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ন কবির শাহ। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিটিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা