শরীয়তপুরের ভেদরগঞ্জে সাথী আক্তার (১৩) নামের ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর রামভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাথী চর রামভদ্রপুর গ্রামের কৃষক আলাবস্ক বেপারীর মেয়ে এবং রামভদ্রপুর রেবতী মহন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহালুল খান বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। বিস্তারিত বলা যাবে ময়নাতদন্ত রিপোর্ট আসার পর।
বিডি-প্রতিদিন/শফিক