বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ডাকসু'র সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক বলেছেন, উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দিন। উন্নয়নের প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা। নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। বিশ্বে যে কয়জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী রয়েছেন তাদের মধ্যে জননেত্রী শেখ হাসিনা অন্যতম। তিনি কথা দিয়ে কথা রাখেন, একারণেই দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
শনিবার (৪ জুন) দিনব্যাপী বগুড়া জেলার সারিয়াকান্দির চালুয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকার প্রার্থীর পক্ষে গনসংযোগ, পথসভা, জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামকে শহরে এবং শহরকে আরও সমৃদ্ধ করতে উদ্যোগ গ্রহন করেছে। সরকারের সেই উদ্যোগ সফল করতে নৌকার প্রার্থীকে জয়ী করার বিকল্প নাই। এসময় তিনি চালুয়াবাড়ী ইউপি নির্বাচনে মডেল ইউনিয়ন গঠনে নৌকা মার্কার প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।
চালুয়াবাড়ী ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তাজুল ইসলাম বাদশার সভাপতিত্বে এসব সমাবেশে বক্তব্য রাখেন সারিয়াকান্দী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী, সারিয়াকান্দী পৌর মেয়র মতিউর রহমান মতি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, কামালপুর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা রাছেউদুজ্জামান রাছেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মেহেদী হাসান রবিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রাজ্জাক তিতাস, সাংগঠনিক সম্পাদক সুলতান মন্ডল সজল, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আহসান হাবীব বাধন, উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, সারিয়াকান্দী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর, ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবীব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ