জয়পুরহাটে নিখোঁজের একদিন পর পুকুর থেকে হাসানুজ্জামান হাসু (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জুন) সকালে জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসানুজ্জামান হাসু পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের শফিকুল ইসলাম ছেলে।
নিহত হাসুর ছবি বুকে নিয়ে হতভাগ্য পিতা কান্না জড়িত কন্ঠে বলেন, স্থানীয় এক যুবক আমার ছেলের কাছ থেকে টাকা পেত এবং বার বার টাকার জন্য চাপ দিত। সময় মত টাকা ফেরৎ দিতে না পারায় তারাই এমন কাজ করতে পারেন বলে তিনি ধারণা করছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, হাসু শনিবার (৪ জুন) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি। আজ রবিবার সকালে হাসুর মরদেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। কি কারণে এই ঘটনা ঘটেছে তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ