‘‘প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।
রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আহমেদ কবীর, লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক হারুন অর রশিদ পাঠান।
বিডি প্রতিদিন/এএ