নেত্রকোনায় অনুষ্ঠিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) বালক ও বালিকা ফাইনাল খেলা। ৫০ মিনিট করে দুটি টুর্নামেন্টে জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে সপ্তাহ ব্যাপী এই খেলার শনিবার বিকালে সমাপ্ত হয়েছে।
৫০ মিনিটের খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে ২-০ গোলে সীমান্ত উপজেলা কলমাকান্দাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নেত্রকোনা পৌরসভার দলের নারী ফুটবলাররা। কলমাকান্দার বিপক্ষে প্রথমার্ধের ১১ মিনিটের সময় বন্যা আকতার ও শেষার্ধে ৪৫ মিনিটের মাথায় আরও একটি গোল করেন আকলিমা। এদিকে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭) বালকদের খেলায় আত্মঘাতী ১-০ গোলে নেত্রকোনা সদর উপজেলার সাথে হেরে যায় নেত্রকোনা পৌরসভা।
খেলার শুরুতে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ও এডিসি (সার্বিক) মনির হোসেন উদ্বোধন করেন। শেষে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বিজয়ী এবং রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, সমাপনী উদ্বোধক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনিসহ অন্যরা।
পরে বিজয়ী বালিকা পৌরসভার খেলোয়াড় বন্যা আক্তারকে নিয়ে প্রধান অতিথিদের হাত থেকে ট্রফি নেন প্যানেল মেয়র এসএম মহসীন আলম, হেলাল উদ্দিন শেখ ও শাকিল ঢালিসহ অন্যরা। বালকদের খেলায় ১-০ গোলে বিজয়ী নেত্রকোনা সদর উপজেলার কাপ নেন নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।
বিডি প্রতিদিন/আবু জাফর